ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের নির্মম মৃত্যু

আপডেট: October 31, 2020 |
print news

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক মা ও তার শিশু ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মা ইয়াসমীন (২৮) ও তার শিশু সন্তান সানী (৩)। ইয়াসমীন সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মাজহরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে দুপুর পৌনে ১টার দিকে কাটা পড়েন মা ও ছেলে। তারা আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়েছেন- তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর