জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির পেটে

আপডেট: August 22, 2021 |
print news

বারবার ঘুরে ফিরে এলো বৃষ্টি। তাতে ভেসে গেল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম দিনে ক্যারিবীয় বোলারদের তোপে ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে বাবর আজম আর ফাওয়াদ আলমের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

তৃতীয় উইকেটে ১৫৮ রানের জুটি গড়ে ফাওয়াদ দুর্ভাগ্যজনক চোটে পড়েন। ব্যক্তিগত ৭৬ রানে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর বাবর ৭৫ করে সাজঘরের পথ ধরেন।

তবে দিনের বাকি সময়টায় দলকে আর কোনো বিপদে পড়তে দেননি রিজওয়ান খান ও ফাহিম আশরাফ। ৪৪ রানের জুটিতে তারা অবিচ্ছিন্ন আছেন। রিজওয়ান ২২ আর ফাহিম ২৩ রানে অপরাজিত।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর