আজ থেকে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে

আপডেট: August 27, 2021 |
print news

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শুক্রবার (২৭ আগস্ট) দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা সেখানে যেতে পারবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল লতিফ বলেন, ‘আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, স্বাস্থ্যবিধি মেনেই তারা চিড়িয়াখানায় যাবে।’ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধি-নিষেধ আরোপ করে আসছিল সরকার। জনসমাগম এড়াতে তখন চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর