থাইল্যান্ডে আটকে পড়া আরো ২২ বাংলাদেশী বিশেষ বিমানে ঢাকায় পৌঁছেছে

আপডেট: August 29, 2021 |
print news

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনাকালে আটকে পড়া আরও ২২ বাংলাদেশি ও থাই নাগরিক বাংলাদেশে এসেছে।

ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ২৮ আগস্ট বিমানের এ বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এ যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
বাংলাদেশ সরকারের বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরৎ আনার প্রতিশ্রুতির অংশ হিসেবে যাত্রীদের নিজ নিজ খরচের ভিত্তিতে এ বিশেষ বিমান পরিচালনা করা হয়।

ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে সব ধরনের সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানান।

করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর