ইটালির সৈকতে দেখা মিলল অদ্ভূত প্রাণীর

আপডেট: September 11, 2021 |
print news

অদ্ভূত দেখতে প্রাণীটি। বিশাল দেহটা দেখতে ঠিক হাঙরের মতো। অথচ মুখমণ্ডল যেন এক্কেবারের শূকরের মতো। ইটালির সৈকতে দেখা গিয়েছে এমনই বিরল প্রজাতির। যার ছবি দেখে হতবাক নেটদুনিয়ার নাগরিকরা।

ঘটনাটি ঘটেছে ইটালির এলবা দ্বীপের ডারসেনা মেডিসিয়ার সৈকত এলাকায়। অন্যান্য দিনের মতোই সেই এলাকার সমুদ্রে টহল দিতে বেরিয়েছিলেন সেদেশের নৌ-সেনার জওয়ানরা। আচমকা বিরল এই প্রাণীটি দেখতে পান। বিশাল দেহের প্রাণীটি সৈকতে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ ছিল।  তবে নৌ-সেনার জওয়ানরা ছিলেন বদ্ধ পরিকর।  স্থানীয়দের সাহায্য নিয়ে অদ্ভূত-দর্শন প্রাণীটিকে সৈকতে নিয়ে আসেন তাঁরা।

সৈকতে বিরল দর্শন প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায়।  অনেকেই ছবি তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিগুলি। যাতে দেখা যাচ্ছে বিচিত্র এই প্রাণীর মাথাটি এক্কেবাবের শূকরের মতো দেখতে। চোখের কাছে একটু লালচে আভা রয়েছে। বাকি দেহ ধূসর রঙের। আর তা হাঙরের মতো। পিঠে আবার কুঁজও রয়েছে।

 

টুইটারে ছড়িয়ে পড়েছে অদ্ভূত-দর্শন প্রাণীর ছবি। অনেকেই একে ‘পিগ ফেসড শার্ক’ (Pig-Faced Shark)  আখ্যা দিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, এটি অত্যন্ত বিরল অ্যাঙ্গুলার রাফশার্ক (Angular Roughshark)। সাধারণ ভপৃষ্ঠ থেকে প্রায় তেইশ হাজার ফুট নিচে থাকে এই প্রাণীগুলি। লোকালয়ে সচরাচর এদের দেখা যায় না।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর