টাইফুন ‘চানথু’র প্রভাবে শত শত ফ্লাইট স্থগিত

আপডেট: September 15, 2021 |
print news

টাইফুন ‘চানথু’ পূর্ব চীনের মহানগরী সাংহাইয়ে প্রবল ঝড়-বৃষ্টি বয়ে আনলে সোমবার শত শত ফ্লাইট স্থগিত করা এবং হাজার হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ কমপক্ষে ২৮ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়ের সঙ্গে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুসারে, সোমবার বিকেলে চানথু আট মিটার উঁচু ঢেউ তোলা জলোচ্ছ্বাস সাংহাই উপকূলে আঘাত হানে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটট্রাডার ২৪ জানায়, সোমবার বিকেলে, সাংহাইয়ের পুডং এবং হংকিয়াও বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে এদিকে সাংহাই ডিজনিল্যান্ড জানায় মঙ্গলবার পর্যন্ত ফ্লাইটগুলো বন্ধ থাকবে।

গত সপ্তাহে প্রথমে গুয়াম এবং ফিলিপাইনের মধ্যে আবির্ভূত হওয়ার পরে চান্থু দ্রুত গতিতে নিম্নচাপ থেকে এক সুপার টাইফুনে পরিণত হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার (১৬০ মাইল)।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর