ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

আপডেট: September 17, 2021 |
print news

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন ১৮ রোহিঙ্গা নাগরিক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

আজ (শুক্রবার, ১৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে- ১০ শিশু ও ৮ রোহিঙ্গা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ প্রশাসন আটক রোহিঙ্গাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

এসপি জানান, ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ রোহিঙ্গাকে আটক করে। আটক রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর