তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হবে ২০২৩ সালে
আপডেট: September 18, 2021
|

তুরস্ক ২০২৩ সালে মধ্যে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান শুক্রবার এ কথা জানিয়েছেন।
এক জনসভায় দেয়া ভাষণে তিনি বলেন, দাক্ষণাঞ্চলীয় প্রদেশ মেরসিনে আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ ২০২৩ সালের মে মাস নাগাদ পুরোপুরি শেষ হবে।
বিদ্যুৎ কেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি থেকে ৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তিনি এ কাজে যারা বিনিয়োগ এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছেন তাদের তিনি অভিনন্দন জানান।
আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য ২০১০ সালে ১২ মে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় তুরস্কের।