দু-চারদিনের মধ্যে শাকসবজির দাম কমবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট: September 18, 2021 |
print news

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শীতের নতুন শাকসবজির বাজার দর এখন কিছুটা বেশি। তবে দু-চারদিনের মধ্যে দাম কমে আসবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার কিন্তু আলুর দাম কমে গেছে। এমনকি কৃষকরাও তেমন দাম পাবে না। সব খানে আলুর দাম কম। তবে আমরা ন্যায্য দাম নিশ্চিত করতে চেষ্টা করছি। আমাদের পরিস্থিতি বুঝতে হবে।

ভোক্তা অধিকারসহ ব্যবসায়ী সংগঠন সবাইকে বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা 

Share Now

এই বিভাগের আরও খবর