ইয়েমেনের দেড় কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে : জাতিসংঘ
আপডেট: September 24, 2021
|

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দেড় কোটির বেশি মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিয়াসলে। নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবর থেকে লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির প্রধান গত বুধবার ইয়েমেনের মানবিক সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন, এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডাব্লিউএফপি) যখন অর্থের অভাব দেখা দিয়েছিল তখন দাতা দেশগুলো এগিয়ে এসেছিল। সে কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে আমরা দুর্ভিক্ষ ও বিপর্যায় এড়িয়ে যেতে পেরেছিলাম।
তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থ আবার শেষ হয়ে আসছে তাই নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবরে ৩২ লাখ মানুষকে এবং ডিসেম্বরে ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে।
সূত্র : আলজাজিরা।