সৌদির সঙ্গে আলোচনা, গুরুতর অগ্রগতির দাবি ইরানের

আপডেট: September 24, 2021 |
print news

গালফ অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনার ‘গুরুতর অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছে তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘ প্রাঙ্গনে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদেহ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

খাতিবজাদেহ জানান, সৌদি আরবের সঙ্গে আলোচনা ভালো হয়েছে। গালফ অঞ্চলের সমস্যাগুলো সমধানের জন্য রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এর জন্য বিদেশি শক্তির কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই।

তিনি বলেন, গালফ অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনার ‘গুরুতর অগ্রগতি’ হয়েছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিডিও বার্তায় সৌদি বাদশাহ বলেছেন, ‘মধ্যপ্রাচ্যকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মুক্ত থাকবে। এ বিষয়ে জোর দিতে চায় সৌদি আরব। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপকে আমরা সমর্থন করি।’ বেশ কিছু ইস্যুতে বিরোধ চলে আসছে ইরান ও সৌদি আরবের মধ্যে। ২০১৬ সালে একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশদুটি। তবে গত এপ্রিল থেকে দ্বি-পাক্ষিক আলোচনা শুরু করেছে তারা। সূত্র: আলজাজিরা।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর