ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত

আপডেট: September 27, 2021 |
print news

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তাদের হত্যা করা হয়।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বার্তায় দাবি করেছেন, হামাসের সন্ত্রাসীরা দেশটিতে মারাত্মক নাশকতার পরিকল্পনা করছিল।

তাদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু, অভিযানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর