রাতেই আসছে ফাইজারের ২৫ লাখ ডোজ

আপডেট: September 27, 2021 |
print news

যুক্তরাষ্ট্র থেকে রাতেই দেশে এসে পৌঁছবে ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ করোনার টিকা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় কার্গো বিমানযোগে টিকাগুলো এসে পৌঁছবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে করে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে।

এর আগে কোভ্যাক্সের আওতায় গত ৩১ মে প্রথম চালানে এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসে। এরপর ১ সেপ্টেম্বর দ্বিতীয় চালানে আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ টিকা। আর আজ ২৫ লাখ টিকা পৌঁছালে দেশে আসা ফাইজারের টিকার মোট পরিমাণ হবে ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ।

উল্লেখ্য, গত ২১ জুন দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। সংরক্ষণ আর পরিবহনে জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে এই টিকা দেওয়া হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর