রোনালদোর কারণে অক্টোপাস গিলতে হচ্ছে সতীর্থদের!

আপডেট: September 28, 2021 |
print news

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর কেটেছে মাত্র মাসখানেক। এরমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে অসন্তুষ্ট তার সতীর্থরা। কারণ আর কিছুই নয়, রোনালদোর খাবারের মেন্যু।

রোনালদো বরাবরই রোনালদো। সবসময় কড়া নজর খাবারের উপাদানে। প্রোটিনজাতীয় খাবারের উপরেই তার বিশেষ জোর। তাই অন্যদের খাবারের তালিকা থেকে তারটা কিছুটা ভিন্ন হবে সেটাই স্বাভাবিক।

তবে এবারে ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ার পর তিনি খাবারের মেন্যুতে যোগ করেছেন অক্টোপাস এবং পর্তুগিজ খাবার ‘বালকাহু’।

তার অনুরোধে এই নতুন মেন্যু এখন করা হচ্ছে ম্যান ইউয়ের ক্যান্টিনেও। বিষয় সেটিও নয়, ঠেলায় পড়ে রোনালদোর এই মেন্যু এখন অন্য ফুটবলারদেরও গলধকরণ করতে হচ্ছে।

সতীর্থদের নাকি রীতিমত পীড়াপীড়ি করছেন রোনালদো। আর তাতেই বিরক্ত হচ্ছেন তারা। বিশেষ করে অক্টোপাস নিয়েই বিরোধিতা সবচেয়ে বেশি।

দলের এক সদস্য বলেছেন, “ক্রিশ্চিয়ানোর মেনুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার মুখে তুলতে চাইছে না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু প্রচণ্ড হতাশ হয়েছে ওরা।” সূত্র: আনন্দবাজার অনলাইন

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর