পাকিস্তানের বিশ্বকাপ দলে ঢুকছেন শোয়েব মালিক

আপডেট: September 29, 2021 |
print news

অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে বিশ্বকাপ দলে নিলেও, আরেক অভিজ্ঞ শোয়েব মালিককে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষপর্যন্ত বিশ্বকাপ দলে ফিরছেন মালিক- এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ন্যাশলান টি-টোয়েন্টি কাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন নির্বাচকরা।

পিসিবির সূত্রের কথা উল্লেখ করে জানানো হয়েছে, সাবেক অধিনায়ক শোয়েব মালিককে নেয়া হবে দলে। পাশাপাশি বাদ দেয়া হবে দুই মারমুখী ব্যাটসম্যান আজম খান ও শোয়েব মাকসুদকে। এছাড়া তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনেরও দলে থাকার সম্ভাবনা কম।

মঙ্গলবার রাতে অধিনায়ক বাবর আজমসহ ছয় নির্বাচককে নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। সূত্র জানিয়েছে, চলতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের ভয়ডরহীন খেলতে বলেছিলেন নির্বাচকরা।

অথচ প্রথম পর্বের তিন ম্যাচে মাত্র ৩৫ রান করতে পেরেছেন আজম খান। শোয়েব মাকসুদ করেছেন ৪২ রান। অন্যদিকে দুই ম্যাচে ৪ উইকেট নিলেও ৮০ রান করেছেন মোহাম্মদ হাসনাইন। তাই তাদের জায়গা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বর্তমান স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর