ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৭০

আপডেট: October 3, 2021 |

লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার (২ অক্টোবর) এ কথা জানায়।

এদিকে জতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ৮৯ জন অভিবাসন প্রত্যাশীকে এবং দুজনের লাশ আনা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৪০ জন।

তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জনকে জীবিত অবস্থায় ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশুও রয়েছে।

সংস্থাটি আরো বলছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর