আসিয়ান বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন না মিয়ানমার জান্তাপ্রধান

আপডেট: October 17, 2021 |
print news

আসন্ন আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তাপ্রধানের নাম বাদ দেয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।

গ্রুপটি শনিবার বলেছে, দেশটিতে রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে শুক্রবার গভীর রাতে সিদ্ধান্ত নেয়া হয় যে, ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানো হবে না।

এক বিবৃতিতে শনিবার আসিয়ানের বর্তমান চেয়ারম্যান ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ এ কথা জানান।

তবে জান্তাপ্রধানের পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর