জার্মানিতে সেরার পুরস্কার জিতল ‘রিকশা গার্ল’

আপডেট: October 18, 2021 |
print news

জার্মানির শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুনিয়র ফিল্ম শাখায় এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের ‘রিকশা গার্ল’। ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ। এ বছর ভ্যাংকুভার এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতেও ‘রিকশা গার্ল’ ছবিটি দেখানো হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। নাইমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আরও আছেন সিয়াম, চম্পা, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর