হাইতিতে ১৭ ধর্মপ্রচারক অপহরণে একটি গ্যাং জড়িত

আপডেট: October 18, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের ১৭ ধর্মপ্রচারক অপহরণের ঘটনায় দেশটির একটি গ্যাং জড়িত বলে জানিয়েছে হাইতির কর্মকর্তারা।

ফোর হান্ড্রেড মোয়াজো নামে গ্যাংটি গত এপ্রিলে এক ক্যাথলিক যাজককেও অপহরণ করেছিল। শনিবার এতিমখানা পরিদর্শন শেষে ফেরার পথে রাজধানী পোর্ট অব প্রিন্সের বাইরে থেকে তাদের অপহরণ করা হয়।

চলতি বছরের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি খুন হওয়ার পর থেকেই বেড়েছে অপহরণের ঘটনা। অপহরণচক্রের হাত থেকে রক্ষা পাচ্ছে না স্থানীয় ও বিদেশি কেউই।

বিশ্বে অপহরণের হারে শীর্ষে থাকা হাইতির পরিস্থিতি এবছর আরও অবনতি হয়েছে। বছরের প্রথম তিন মাসেই ছয়শর বেশি অপহরণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩১টি বেশি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর