অভিনেতা সাজ্জাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট: October 24, 2021 |
print news

অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় তিনি বলেন, ‘দেশের নাট্যজগতে মাহমুদ সাজ্জাদের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

রাষ্ট্রপতি প্রয়াত মাহমুদ সাজ্জাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা মাহমুদ সাজ্জাদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় মারা যান।

করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর