মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫৩

আপডেট: December 10, 2021 |
print news

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই অভিবাসনপ্রত্যাশী।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়ার জানিয়েছেন টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে এতো মানুষের প্রাণহানি ঘটে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর