ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন

আপডেট: January 5, 2022 |
print news

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পকে তদন্তের অধীনে আনার জন্য সমন পাঠানো হয়েছে।

ট্রাম্পের আইনজীবীরা এই সমন এড়াতে চেষ্টা করছেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সোমবার এ সমন জারি করেন।

অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস জানিয়েছে, ট্রাম্প ও তার সন্তানদের মালিকানাধীন কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণ সম্পর্কিত তদন্তের জন্য জবানবন্দি নিতে ও সংশ্লিষ্ট দলিলপত্র খতিয়ে দেখতে এই সমন জারি করা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ও তার কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণে ইচ্ছাকৃতভাবে কম বা বেশি দেখানো হয়েছে-এ সন্দেহে ফৌজদারি তদন্ত চলছে। সূত্র : এএফপি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর