অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশঃ বিশ্বব্যাংক

আপডেট: January 12, 2022 |
print news

চলতি ২০২১-২২ ও আগামাী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি যথাক্রমে ৬.৪ ও ৬.৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রকাশ করা বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শিরোনামের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে হবে ৮.৩ শতাংশ এবং আগামী অর্থবছরে হবে ৮.৭ শতাংশ। এ ছাড়া নেপালের প্রবৃদ্ধি এই অর্থবছরে ৩.৯ শতাংশ এবং আগামী অর্থবছরে ৪.৭ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের অর্থনীতি চলতি অর্থবছরে ৩.৪ শতাংশ এবং ২০২২-২৩ সালে ৪ শতাংশ হবে।

তবে করোনাভাইরাসের সংক্রমণ ও সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার জন্য বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে গতিহীন হয়ে পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দেশের সরকারের সহায়তা কর্মসূচি শেষ পর্যায়ে এসে পড়বে।

তবে আবারও পূর্বাভাসে বলা হয়েছে, বৈশ্বিক প্রবৃদ্ধি চলতি বছর কমে ৪.১ শতাংশ হবে। ২০২১ সালে পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি বছর প্রবৃদ্ধি হবে ৫.৫ শতাংশ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর