আরও ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট: January 19, 2022 |

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে দু’জন রয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে নয়জন। এছাড়া অন্যান্য বিভাগে ভর্তি রোগী নয় জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত পয়লা জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১১৫ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৮৭ জন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর