আমিরাত সফরে প্রথম ইসরায়েলি প্রেসিডেন্ট হ্যারজগ

আপডেট: January 31, 2022 |
print news

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ রবিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে সর্বশেষ সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে তার বৈঠকের কথা রয়েছে।’

ফার্স্ট লেডি মিশাল আবুধাবিতে প্রেসিডেন্ট হারজোগের সফরসঙ্গী হয়েছেন।

আবুধাবি রওনা হওয়ার আগে তিনি টুইট করেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের জন্য এখন আমার স্ত্রী মিশালের সাথে যাত্রা করছি, এই সফর সর্বোপরি দেশ দুটির মধ্যে শান্তির প্রতিশ্রুতির প্রতীক।’

তার কার্যালয় আরও জানায়, হারজোগ সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সাথেও বৈঠক করবেন ও এক্সপো ২০২০ দুবাই পরিদর্শন করবেন।

সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার প্রায় ১৬ মাস পরে এই সফর হচ্ছে। মিসর ও জর্ডানের পরে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। খবর এএফপি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর