ডিডাব্লিউর সম্প্রচার বন্ধ করল রাশিয়া

আপডেট: February 4, 2022 |
print news

জার্মান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার ডিডাব্লিউ-র সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানিয়ে দেয়, মস্কোয় ডিডাব্লিউর অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউর সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে।

যার অর্থ, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না। রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডিডাব্লিউর ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ। তিনি আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রথম এ বিষয়ে ঘোষণা দেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতি দিয়ে তারা জানায়, ”রাশিয়ার ভিতরে ডিডাব্লিউ-র স্যাটেলাইট এবং সমস্ত ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।” এরপর থেকে ডিডাব্লিউকে তাদের ফরেন এজেন্ট হিসেবে দেখা হবে। রাশিয়ার এই ‘ফরেন এজেন্ট’ আইন নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। গত কয়েক বছরে বহু সাংবাদিক এবং মানবাধিকারকর্মীকে এই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন।

সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটির জার্মানভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাশিয়া। জার্মানি অবশ্য জানিয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে। তারপরেই রাশিয়ার এই পদক্ষেপ।

ডিডাব্লিউর ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ অবশ্য জানিয়েছেন, আরটির সঙ্গে ডিডাব্লিউর বিষয়টি গুলিয়ে ফেললে ভুল হবে। আরটি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম। ডিডাব্লিউ জার্মানির পাবলিক ব্রডকাস্টার। দ্বিতীয়ত, রাশিয়া যে কাজ করেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ।

ডিরেক্টর জেনারেলের বক্তব্য, দপ্তর বন্ধ করে, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে রাশিয়া সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখতে পারবে না। ডিডাব্লিউ আগের চেয়ে আরো বেশি করে রাশিয়ার খবর দেখাবে। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও তিনি জানিয়েছেন। সূত্র: ডয়েচে ভেলে

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর