হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাহাথির মোহাম্মদ

আপডেট: February 5, 2022 |
print news

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার ৯৬ বছরের মাহাথির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির মোহাম্মদ এখন বাড়িতে থেকেই পরবর্তী চিকিৎসা নেবেন।

এতে বলা হয়েছে, ‘তিন এখন বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠবেন।’

গত ৮ জানুয়ারি মাহাথিরকে হাসপাতালে নেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরে গেলে এর কয়েক দিন পর তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়। মাহাথিরের অসুস্থতা কী ধরনের তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদরোগের ইতিহাস রয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর