মিয়ানমারে আটক অর্থনীতিবিদের মুক্তি চাইল অস্ট্রেলিয়া

আপডেট: February 6, 2022 |
print news

মিয়ানমারের সামরিক জান্তা দ্বারা আটক অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ শন টার্নেলকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন।

শন টার্নেল গত এক বছর ধরে মিয়ানমারের সামরিক জান্তার হাতে আটক আছেন। অর্থনীতির অধ্যাপক টার্নেল মিয়ানমারের নেত্রী অং সান সুচির উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তাকে গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয় সামরিক অভ্যুত্থানের কয়েকদিন পর।

তার বিরুদ্ধে মিয়ানমারের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এক বিবৃতিতে বলেন, “অধ্যাপক টার্নেলকে আটক করা অন্যায্য এবং আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করছি।

“আমরা আবারও অধ্যাপক টার্নেলের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।”

একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, অভ্যুত্থানের পর থেকে চলে আসা গণবিক্ষোভ দমনাভিযানে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১২ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে।

মানবাধিকার গোষ্ঠী টার্নেলের বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান দূতাবাসকে আদালতের শুনানিতে প্রবেশাধিকার অস্বীকার করার পরে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ন্যায়বিচার এবং স্বচ্ছতার মৌলিক মানদণ্ড সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
“আমরা আশা করি, অধ্যাপক টার্নেলের তার আইনজীবীদের কাছে নিরবচ্ছিন্ন সংযোগ থাকা উচিত।”

সূত্র: এনডিটিভি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর