ইউক্রেন যাবেন ইমানুয়েল ম্যাক্রোঁ

আপডেট: February 7, 2022 |
print news

ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ঐতিহাসিক সমাধানের আশা করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ইউক্রেন যাবেন তিনি।

কূটনৈতিক মিশনে এখনও মস্কো সফরে ম্যাক্রোঁ। বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লালাদিমির পুতিনের সঙ্গে।

সংবাদ মাধ্যমকে ম্যাক্রোঁ জানান, তার এ মিশন ইউক্রেনে যুদ্ধ এড়াতে একটি সমঝোতায় আসা। রাশিয়া নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে তা বৈধ উল্লেখ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির ভারসাম্য তৈরির চেষ্টা করবেন তিনি।

মস্কো সফর শেষে মঙ্গলবার ইউক্রেন যাবেন তিনি। তবে ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে কোনও আলোচনা হবে না বলে সাফ জানান ম্যাক্রোঁ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর