সৌদির প্রতি পুনঃসমর্থন ঘোষণা করলেন বাইডেন

আপডেট: February 10, 2022 |
print news

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর পাল্টা হামলার মুখে সৌদি সরকারের প্রতি আবারো সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বুধবার সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদের সঙ্গে টেলিফোন আলাপে রিয়াদের প্রতি আমেরিকার প্রতিশ্রুত সমর্থনের কথা ব্যক্ত করেন বাইডেন। একইসঙ্গে তিনি ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘের প্রচেষ্টার প্রতিও সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং কয়েকটি আরব দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেছে। এতে ইয়েমেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটিতে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

সৌদি জোটের এই ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধাপরাধে প্রধানত মার্কিন অস্ত্র ব্যবহৃত হচ্ছে। যদিও জো বাইডেন মাঝে মাঝে ইয়েমেন যুদ্ধ বন্ধের কথা বলেছেন তবে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করা অব্যাহত রেখেছেন তিনি।
সূত্র: পার্সটুডে

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর