ফরিদপুরে ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট: February 10, 2022 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী ও সদরপুর উপজেলার নবনির্বাচিত ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব আসলাম মোল্লা এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালী
উপজেলার ০৪ জন ও সদরপুর উপজেলার ০৯ জন ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব অতুল
সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চ্ন্দ্র সাহা, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ প্রমূখ।
নবনির্বাচিত চেয়ারম্যান গণদের শপথ বাক্যে পাঠ করানো বিষয়গুলো বাস্তবে প্রয়োগ/মেনে চলে তাহলে ইউনিয়ন গুলোর
উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে জেলা প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আপনারা আজ থেকে দলমত নির্বিশেষে সকল জনগণের কল্যাণের জন্য কাজ করে আপনার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে আশা করি।

Share Now

এই বিভাগের আরও খবর