এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ

আপডেট: February 12, 2022 |
print news

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আরো একটি পদক অর্জন করল বাংলাদেশের শুটাররা। আজ শনিবার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

সোনা জয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলছিলেন শোভন চৌধুরী-রাব্বি হাসান মুন্না ও ইউসুফ আলীরা। লড়াইয়ে শেষ পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে পেরে উঠেনি বাংলার শুটাররা

১৪ স্কোর গড়ে রুপা পদক অর্জন করে। ফাইনালে হারলেও কোয়ালিফিকেশন রাউন্ডে সিঙ্গাপুরের চেয়েও ভালো খেলেছিল বাংলাদেশ। তবে ফাইনাল এসে আর পেরে উঠলেন না।
টুর্নামেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে বেশ সাফল্য পাচ্ছেন বাংলাদেশের শুটাররা। আজ সকালেই এই ইভেন্টে দলগতভাবে ব্রোঞ্জ জিতেছিলেন নারী শুটাররা। সৈয়দা আতকিয়া দিশা, নাফিসা তাবাসসুম ও সাজেদা হকের সম্মিলিত স্কোর তুলে ৬১৮.২। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছে বাংলাদেশ।

 

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর