২৯ বছর পর সলোমন আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূতাবাস

আপডেট: February 12, 2022 |
print news

যুক্তরাষ্ট্র দীর্ঘ ২৯ বছর পর সলোমন আইল্যান্ডে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনা করছে। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন।

প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র যখন নিজেদের উপস্থিতি জোরদার করছে তখন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে দূতাবাস চালুর ঘোষণা দিতে পারেন। কাছের দেশ ফিজি সফরেই এই ঘোষণা আসতে পারে। এর ফলে সলোমন আইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার পর পুনরায় দূতাবাস চালু করবে যুক্তরাষ্ট্র।

৮ লাখ জনসংখ্যার দেশটিতে কয়েক মাস আগে গত বছরের নভেম্বরে দাঙ্গার পর এই পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ওই সময় বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্টে ঢুকে পড়ার চেষ্টা করে। পরে তারা তিনদিন সহিংসতা চালায়। রাজধানী হনিয়ারার চায়নাটাউনে অগ্নিসংযোগ করে।

১৯৯৩ সালে সলোমন আইল্যান্ডে দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র। এখন শুধু সেখানে একটি কনস্যুলেট রয়েছে। ফিজি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রশান্ত মহাসাগরীয় ১৮টি দ্বীপ রাষ্ট্রের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর