এবারের সর্দি-কাশিতে একেবারে হাঁপিয়ে উঠেছি : শবনম

আপডেট: February 21, 2022 |
print news

উপমহাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বেশ কয়েকদিন ধরে অসুস্থ। দেশীয় চলচ্চিত্রের ‘আম্মাজান’খ্যাত অভিনেত্রী ভীষণ সর্দি-কাশিতে ভুগছেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন। এরমধ্যে চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করিয়েছেন।
সেগুলোর রিপোর্ট এখনো হাতে পাননি। গুরুতর কোনো সমস্যা নেই বলেও চিকিৎসক তাঁকে আশ্বস্ত করেছেন।
শ্বাসকষ্টে ও ভুগছেন ৭৭ বছর বয়সী অভিনেত্রী। আগে শ্বাসকষ্ট ছিল কি না সে বিষয়ে জানতে চাইলে শবনম বলেন, ‘আগে কখনোই অ্যাজমা রোগে ভুগিনি। তবে এবারের সর্দি-কাশিতে একেবারে হাঁপিয়ে উঠেছি। যদিও চিকিৎসক ভয় পেতে নিষেধ করেছেন, বলেছেন বয়সের কারণে এমন হতে পারে। ’

আগে কখনোই অ্যাজমা রোগে ভোগেননি ৭৭ বছর বয়সী শবনম ওরফে ঝর্ণা বসাক।

এদিকে করোনা পরীক্ষা করিয়েছেন কিনা জানতে চাইলে ১৩ বার পাকিস্তানের নিগার পুরস্কার পাওয়া অভিনেত্রী বলেন, ‘চিকিৎসক কী কী পরীক্ষা করিয়েছেন তারা সেটা ভালো বলতে পারবেন। আলাদা করে আমি কিছু জানতে চাইনি বা কিছু করাতেও চাইনি। তবে করোনার যে সব উপসর্গ তার মধ্যে সর্দি ও কাশি ছাড়া আর কিছু নেই। করোনা হলে হয়তো আমি নিজেই বুঝতাম। ’

দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারেন সে জন্য সবার আশীর্বাদ চেয়েছেন ‘রাজধানীর বুকে’ অভিনেত্রী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর