টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

আপডেট: February 23, 2022 |
print news

করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল চারটা ৪৫ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি।

এদিন বিকালে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, টিকা নিতে বুধবার বিকাল সোয়া চারটার দিকে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।

এর আগে, গত বছরের ১৮ আগস্ট ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও গত ১৯ জুলাই আমেরিকার তৈরি মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি গত বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন।

খালেদা জিয়া বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, খালেদা জিয়া এখনও অসুস্থ। তিনি স্থিতিশীল অবস্থায় নেই। তার স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন জাহিদ হোসেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর