কৃষ্ণ সাগর থেকে মুহুর্মুহু মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী: ইউক্রেন

আপডেট: February 26, 2022 |
print news

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে।

এদিকে, হামলার তৃতীয় দিন শনিবার কৃষ্ণ সাগর থেকে রুশ বাহিনী মুহুর্মুহু মিসাইল হামলা চালাচ্ছে জানিয়েছে ইউক্রেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগর থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালাচ্ছে রুশ সামরিক বাহিনী। খবর বিবিসি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর