‘রাশিয়ার ৭৫ শতাংশ সেনা এখন ইউক্রেনে’

আপডেট: March 1, 2022 |
print news
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন যেনো বেড়েই চলছে। সর্বশেষ বিবিসির তথ্য অনুযায়ী রুশ সেনাবাহিনীর প্রায় ৭৫ শতাংশ  ইউক্রেনের মধ্যে প্রবেশ করেছে। রাশিয়ার’ একজন সামরিক শিক্ষাবিদ বলেছেন, ইউক্রেনের মধ্যে রুশ সামরিক বাহিনীর সংখ্যা ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ভূমি যুদ্ধ এবং সামরিক বিজ্ঞানের একজন গবেষক ড. জ্যাক ওয়াটলিং বিবিসি রেডিও ৪ এর টুডে প্রোগ্রামে বলেছেন রুশ সৈন্যদের একটি বিশাল দল বেলারুশ থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে এবং কিয়েভে আক্রমণ পরিচালনা করার পরিকল্পনা করছে।
রাশিয়া খারকিভের আবাসিক এলাকায় রুশ সেনাবাহিনী গ্র্যাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এমন দাবিও করেন তিনি। ক্ষেপণাস্ত্রগুলি মূলত একটি লঞ্চ রকেট সিস্টেম  যা প্রচুর পরিমাণে আনগাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা রাখে।
তিনি আরও জানান, এর মধ্যে কয়েকটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র রয়েছে এমন প্রমাণ আছে। তিনি বলেন, ‘এটি সত্য যে রুশ সামরিক বাহিনী  ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক রেখেছে।’
salo 1646137651ইউক্রেনীয় সেনাবাহিনী সামরিক অভিযানে বর্তমানে কিছুটা স্থির অবস্থানে রয়েছে। তবে যুদ্ধের সহিংসতায়  আঞ্চলিক প্রতিরক্ষা এবং স্বেচ্ছাসেবক বাহিনী আরও বেশি সক্রিয়  হয়েছে।
এদিকে ইউক্রেনের ঐতিহাসিক সরকারি সদর দফতর খারকিভের ফ্রিডম স্কোয়ার ভবনে পর ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। রুশ সেনাবাহিনীর বিস্ফোরণ হামলার পরে ফ্রিডম স্কয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার রাস্তাগুলিও  ফেটে গেছে।
এদিকে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমাদেশ গুলি  রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। এই তালিকায় এবার যুক্ত রয়েছে জাপান। মস্কোর ওপর আরও কঠোর নিষেধাঞ্জা জারি করতে যাচ্ছে টোকিও।জানা গেছে  নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার নেতাদের ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে দেশটি।
Share Now

এই বিভাগের আরও খবর