রাশিয়া আমাদের নিশ্চিহ্ন করার নির্দেশ দিয়েছে : জেলেনস্কি
আপডেট: March 2, 2022
|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার রাশিয়া কিয়েভের একটি হলোকাস্ট মেমোরিয়াল কমপ্লেক্সে হামলা করেছে। এটা প্রমাণ করে রাশিয়ার অনেক মানুষের জন্য আমাদের কিয়েভ সম্পূর্ণ ভিন দেশ।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তারা কিয়েভ এবং আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তারা সবাই আমাদের ইতিহাস, আমাদের দেশ এবং আমাদের মুছে ফেলার নির্দেশ দিয়েছে। খবর আল-জাজিরার।
এ ছাড়া জেলেনস্কি ক্রেমলিনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমান হামলা ও বোমা দিয়ে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না ক্রেমলিন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।