খেরসন দখলের দাবি অস্বীকার ইউক্রেনের

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ন বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট জেলনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ জানিয়েছেন, শহরটির এখনো পতন হয়নি। আমরা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। তবে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে খেরসনের রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে।
বিবিসির খবরে আরো বলা হয়, দক্ষিণের আরো একটি গুরুত্বপূর্ন বন্দর শহর মারিওপোলে রুশ সৈন্যরা ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে। মারিওপোলের মেয়র বলেছেন, রাতভর রুশ গোলাবর্ষণে প্রচুর বেসামরিক লোকের মুত্যু হয়েছে। অবশ্য তিনি কোনো সংখ্যা বলতে পারেননি।
ওদিকে রাজধানী কিয়েভ থেকে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন, শহরে সকাল থেকে একধরণের ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছে। কিয়েভের মেয়র বাসিন্দাদের সতর্ক করেছেন রুশ সৈন্যরা শহরের দিকে এগুচ্ছে। তিনি তাদের ঘরে থাকতে এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।
মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শত্রু ক্রমেই কাছে চলে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি কীভাবে কিয়েভকে রক্ষা করবো। আমি কিয়েভের মানুষদের বলছি তারা যেন সাহস না হারান।
এদিকে, যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এ দফার বৈঠক কোথায় হবে তা বলা হয়নি।
আমাদের প্রতিনিধিদল কথা শুরু করতে প্রস্তুত, বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বেলারুশ সীমান্তে প্রথম দফার বৈঠকে কোনো বোঝাপড়া হয়নি।
পেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদনিস্কি এ দফাতেও রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে খবরে বলা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আসন্ন বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে।
ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্টোভিচ সাসপ্লাইন টিভিকে বলেছেন, আমার মনে হয়না কোনো কিছু বদলাবে, একই রকম থাকবে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো। সেই একই মানুষজন থাকছে।