১০ লাখ ইউক্রেনিয়ান প্রতিবেশী দেশের আশ্রয়ে : জাতিসংঘ

ইউক্রেনে রুশ সেনাদের হামলার সপ্তমদিন আজ। নিহতের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে তেমনি ঘরছাড়া হয়ে পড়েছে অসংখ্য লোক। জাতিসংঘ জানিয়েছে, জীবন বাঁচাতে ইতোমধ্যে এক মিলিয়ন বা ১০ লাখ ইউক্রেনিয়ান প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
যুদ্ধের সপ্তমদিনেই এই সংখ্যক লোক নিজভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
শরণার্থী সংকটের ব্যাপারে বিবিসি’র লুইস গুডাল জানিয়েছেন, ২০১৫ সালে ১.৩ মিলিয়ন শরণার্থী সংকট তৈরি হয়েছিল। ইউক্রেন সংকটের এক সপ্তাহের মাথায় তা সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
টুইটার বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি দেশে থাকা জনগণকে বাঁচাতে বন্দুকের আওয়াজ নীরব করতে অনুরোধ করেছেন। যাতে জীবন-রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়।
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, এই সংঘাতের ফলে অভ্যন্তরীণভাবে ১২ মিলিয়ন লোক বাস্তুচ্যুত হবে। তাদের ত্রাণের প্রয়োজন হবে।