ইউক্রেনের পর মলদোভায় হামলা চালাবে রাশিয়া?

সাত দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। ইতিমধ্যে ইউক্রেনের রাজধানীর সীমানায় পৌঁছে বিশাল রুশ সেনা বহর। যে কোনো সময় রাশিয়া দখল করে নিতে পারে কিয়েভ।
কিন্তু এখানেই নাকি থামবে না পুতিন-বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরের লক্ষ্য কী, কেমন হতে পারে তার পরবর্তী পরিকল্পনা, ঘটনাক্রমে তা ফাঁস করে দিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো।
অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে মানচিত্রের মাধ্যমে রাশিয়ার হামলার পরিকল্পনা সম্পর্কে বলতে দেখা যাচ্ছে। ভিডিওটি মঙ্গলবার দেশের নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে তার একটি ভাষণ থেকে নেওয়া এবং বেলারুশ সরকারই ভিডিওটি অনলাইনে পোস্ট করেছে।
ভিডিওতে, তাকে একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে ইউক্রেনকে চারটি ভাগে বিভক্ত দেখানো হয়েছে। নিউইয়র্ক পোস্টের মতে, লুকাশেঙ্কো দক্ষিণ ইউক্রেন থেকে মলদোভায় একটি পরিকল্পিত হামলার কথাও বলছেন বলে মনে হচ্ছে।
মলদোভাও ইউক্রেনের মতোই রাশিয়ার নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল। দেশটি ইউক্রেন এবং রোমানিয়ার সীমান্তে অবস্থিত।
ভিডিওটিতে রাশিয়ার ইতিমধ্যেই চালানো আক্রমণের লাইন দেখানো হয়েছে। দ্য হিল রিপোর্ট করেছে যে, মানচিত্রটিতে ইউক্রেনে রুশ সেনাদের হামলার পরিকল্পনা এবং অবকাঠামো লক্ষ্যবস্তুগুলো, সেইসঙ্গে মলদোভার ট্রান্সনিস্ট্রিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে রুশ হামলার লক্ষ্যবস্তুগুলো দেখানো হয়েছে।
এতে আরও দেখানো হয়েছে যে, রুশ সেনারা কীভাবে ওডেসা বন্দর শহর থেকে মলদোভায় অনুপ্রবেশ করে হামলা চালাবে।
ভিডিওটিতে বেলারুশিয়ান সাংবাদিক তাদেউস গিকজানকে উদ্ধৃত করা হয়েছে, যিনি মলদোভায় রুশ আক্রমণ পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন।
ভিডিওটিতে অদ্ভুতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার একটি ইনসেট মানচিত্র দেখানো হয়েছে, তবে হাইলাইট করা হয়নি।
পাঁচ দিনের যুদ্ধের পর বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। সেই বৈঠক থেকে এখনও কোনও ফলাফল বেরিয়ে আসেনি। তার মধ্যে খোদ বেলারুশ প্রেসিডেন্ট ঘটনাক্রমে ফাঁস করলেন ইউক্রেন আক্রমণেই থেমে থাকবে না রাশিয়া। তার পরের লক্ষ্য হবে প্রতিবেশী দেশ মলদোভা।