ভারতের সাবমেরিনের পথ রোধ করল পাকিস্তান

আপডেট: March 4, 2022 |
print news

ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপে সাবমেরিনটি ফিরে যেতে বাধ্য হয়েছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার (৪ মার্চ) এ দাবি করেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সাহসী সেনারা। নৌবাহিনীর সার্বক্ষণিক সতর্কাবস্থার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

ভারতের পক্ষ থেকে সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন।

বাবর ইখতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানিসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।

এর আগে ভারতের আরেকটি সাবমেরিনের গতিপথ রোধ করার খবর দিয়ে পাকিস্তান বলেছিল, তারা চাইলে সাবমেরিনটি ধ্বংস করতে পারত, কিন্তু ইসলামাবাদ শান্তিকামী হওয়ায় তারা তা করেনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর