অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু

আপডেট: March 4, 2022 |
print news

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ মারা গেছেন। শুক্রবার ৭৪ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। রড মার্শ অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

কিছুদিন আগে একটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার আগে গাড়িতেই হৃদরোগে হন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ট্রেলিয়া দলে মার্শ ছিলেন একজন গেম চেঞ্জার। প্রথম উইকেট কিপার হিসেবে ১৯৭২ সালে এডিলেড টেস্টে তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি (১১৮ ) হাঁকান।

১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এডিলেডে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের নির্বাচক ছিলেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর