ইউক্রেনের দিনিপ্রুডন শহরের মেয়রকে অপহরণ

আপডেট: March 13, 2022 |
print news

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুডনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে অপহরণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। রোববার (১৩ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রো কুলেবা একথা জানান।

মেলিটোপোল শহরের মেয়র অপহরণ হওয়ার তিন দিনের মধ্যে ইয়েভেন মাতভেয়েভকে অপহরণের ঘটনা ঘটলো।

দিমিত্রো কুলেবা বলেন, ‘রাশিয়ার যুদ্ধাপরাধীরা’ ইয়েভেন মাতভেয়েভকে অপহরণ করেছে।

তিনি আরো বলেন, ‘আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করাতে চাপ প্রয়োগের জন্য প্রতিটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সূত্র: বিবিসি

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর