তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২২

আপডেট: March 20, 2022 |
print news

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়।

মোরোগোরো অঞ্চলের পুলিশ প্রধান মুসলিম বলেন, মেলেলা কিবাওয়ানিতে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দার-ইস-সালাম থেকে কঙ্গোর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর মবেয়া থেকে টাঙ্গার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় হতাহতে টুইট বার্তায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর