ইউক্রেন সমর্থনে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জেলেনস্কির

আপডেট: March 24, 2022 |
print news

ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব জুড়ে মিছিল করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রুশ আগ্রাসন শুরুর এক মাস পূর্তির দিনে এই মিছিলের আহ্বান জানালেন তিনি।

রুশ আগ্রাসন শুরুর পর থেকে প্রতিদিনই রাতের বেলা ভিডিও বার্তা দিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে প্রথমবারের মতো ইংরেজিতে ভাষণ দেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার যুদ্ধ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়। এর অর্থ আরও বেশি ব্যাপক। রাশিয়া স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া ইউরোপের সব মানুষের স্বাধীনতা হরণের চেষ্টা করছে। সারা পৃথিবীর মানুষের জন্যও। তারা দেখানোর চেষ্টা করছে কেবল অসভ্য এবং নিষ্ঠুর শক্তিই টিকে থাকবে।’

জেলেনস্কি বলেন, ‘বিশ্বকে অবশ্যই রাশিয়াকে থামাতে হবে, যুদ্ধ থামাতে হবে। ইতোমধ্যেই এক মাস হয়ে গেছে। এটাই দীর্ঘ সময়। আমার হৃদয় ভেঙেছে, সব ইউক্রেনীয় এবং বিশ্বের সব স্বাধীন মানুষের হৃদয় ভেঙে দিয়েছে।’

ইউক্রেনীয় প্রতীক নিয়ে বিশ্বজুড়ে রাজপথে মিছিলে নামার আহ্বান জানান ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘নিজেদের চত্বরে, রাজপথে নেমে আসুন। নিজেদের দৃশ্যমান করুন এবং শুনতে বাধ্য করুন।’

সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর