বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল পুর্তগাল

আপডেট: March 25, 2022 |
print news

টিকে থাকার লড়াইয়ে আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে দুই গোল করা পর্তুগাল বিরতির পর কিছুটা খেই হারাল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তুরস্ক কমাল ব্যবধান, কিন্তু শেষ দিকে তারা মিস করল পেনাল্টি।

কষ্টের জয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। প্লে-অফ সেমিফাইনালে বৃহস্পতিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল।

ম্যাচের ১৫তম মিনিটে প্রথম এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে বার্নার্দো সিলভার শট পোস্টে লেগে ফেরার পর বল জালে পাঠান ওতাভিও। এরপর গোলদাতা করেন অ্যাসিস্ট। ৪২তম মিনিটে তার কাছ থেকে বল পেয়ে জালে জড়ান জটা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় তুরস্ক। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে গোলটি করেন ইলমাজ। ৮৫ত মিনিটে এসে তিনিই মিস করেন পেনাল্টি। ইনেস উনাল ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকটি উড়িয়ে মারেন ইলমাজ।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নুনেস গোল করে সব অনিশ্চয়তা দূর করেন। পুরো ম্যাচজুড়ে নিজের ছায়া হয়েছিলেন রোনালদো। শেষদিকে তার একটি শট ক্রসবারে লাগে। মঙ্গলবার প্লে অফের ফাইনালে ইতালিকে হারানো নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ওই ম্যাচ জিতলেই বিশ্বকাপে চলে যাবে তারা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর