১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার নেদারল্যান্ডসের

আপডেট: March 30, 2022 |
print news

‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করে নেদারল্যান্ডস ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

মঙ্গলবার নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খবর আলজাজিরার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের কাছে থাকা তথ্যানুযায়ী দেশটিতে ১৭ জন ‘গোয়েন্দা কর্মকর্তা হিসেবে গোপনে সক্রিয়’ এবং এটিই তাদের বহিষ্কারের কারণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোয়েন্দাগিরির মারাত্মক হুমকি রয়েছে। বৃহত্তর অর্থে রাশিয়ার বর্তমান মনোভাব এ গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তোলে।’

তারা বলেছে, অন্য কয়েকটি দেশের সঙ্গে পরামর্শ করার পর তারা এ পদক্ষেপ নিয়েছে।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা বলেন, রাশিয়া যদি তাদের দেশে থাকা ডাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় সে জন্য নেদারল্যান্ডস প্রস্তুত।

যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, বুলগেরিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও মন্টিনিগ্রোও সম্প্রতি অনুরূপ পদক্ষেপ নিয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর