রোজা রাখার পুরস্কার কী?

আপডেট: April 5, 2022 |
print news

রমজান মাসে রোজা রাখেন মুসলিম ধর্মাবলম্বীরা। সুবহেসাদিক থেকে শুরু করে মাজরিব ওয়াক্ত পর্যন্ত পানাহার বন্ধ রাখেন তারা। এই রোজার জন্য যথোপযুক্ত প্রতিদান রেখেছেন মহান আল্লাহতায়ালা।

আল্লাহ বলেছেন, ‘হে ইমানদারগণ রমজানে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ব পুরুষদের জন্য। যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’

তাই রমজানের সবচেয়ে বড় প্রাপ্তি হল একজনকে মুত্তাকি বানিয়ে দেওয়া। জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য রেখেছেন, রমজানে রোজা আসে আমাদের জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য।

আল্লাহ বলেছেন, ‘রোজা একমাত্র আমার জন্য এবং এটার পুরস্কার আমি নিজ হাতে বান্দাদের দান করব।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর