ইমরান পরাজিত হলে যেতে হতে পারে কারাগারে

আপডেট: April 9, 2022 |
print news

পাকিস্তানের পার্লামেন্টে আজ (শনিবার, ৯ এপ্রিল) আবারো তোলা হচ্ছে অনাস্থা প্রস্তাব, এ নিয়ে ভোটাভুটিও হবে আজই। এর মধ্যে শরিকরা সরে যাওয়ায় পরাজয় অনেকটাই নিশ্চিত পিটিআই জোটের।

এদিন অনাস্থা ভোটে পরাজিত হলে সংবিধান লঙ্ঘনের দায়ে কারাদণ্ডও হতে পারে ডেপুটি স্পিকার কাসিম সুরি ও পিটিআই প্রধান ইমরান খানের।

পরিস্থিতি বিবেচনা করে এরইমধ্যে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বসবে অধিবেশন। এর পরপরই শুরু হবে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি।

গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত অসাংবিধানিক ও বেআইনি বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ফলাফল না দিয়ে অধিবেশনও শেষ করা যাবে না।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর